The Tempest Bangla Anubad part-4
এরপর ক্যালিবান নির্ভয়ে বলতে থাকে যাদুকর বিকেলে ঘুমোয়। সেখানে গিয়ে প্রথমে ওর যাদুবিদ্যার বইগুলো সরিয়ে ফেলতে হবে। তারপর ঘুমন্ত অবস্থায় কাঠের গুঁড়ি দিয়ে মাথাটা গুড়িয়ে দিতে হবে। তীক্ষ্ণ গোঁজ দিয়ে ছুঁড়িটা ফাসিয়েও দেওয়া যেতে পারে। নইলে শ্বাসননালিটাই টুকরো টুকরো করে দিলে হয়। যাদুকরটার মাথাটা আমার মতই মোটা। শুধু বইগুলো পুড়িয়ে দিতে পারলেই তার আর শক্তি থাকবে না। তখন— একটু থেমে কি যেন ভেবে ক্যালিবান আবার বলতে শুরু করে, আমি জীবনে মাত্র দুটি মেয়েকে দেখেছি। একজন আমার মা ও দ্বিতীয়জন ওই শয়তান প্রস্পেরোর মেয়ে। মেয়েটা অসমান্য সুন্দরী। আমার কথা শুনুন, সে আপনার শয্যাসঙ্গিনী হয়ে সুন্দর সন্তানের জন্ম দেবে। তার কথায় ট্রিনকুলো সব ভুলে পাশটিতে এসে বসল।
ষ্টেকানো আর কিছু বলল না। ক্যালিবানের কথা শেষ হলে ষ্টেকানো বলে, এই দ্বীপের রাজা আমিই হব। আর তুমি ও ট্রিনকুলো উভয়েই আমার প্রধানমন্ত্রী হবে। এবার ট্রিনকুলোর হাতে হাত মিলিয়ে দুঃখ প্রকাশ করে অনুরোধ করল আর ভবিষ্যতে যেন তুমি এমন অভদ্র আচরণ করো না। অশরীরী এরিয়েল বলে, আমি গিয়ে খবরটা আমার স্বামীকে দিচ্ছি। তিনজনের কেউই একথা শুনতে পায় না। তারা আনন্দে গান ধরে। গান থামিয়ে একসময় কান পেতে শোনে। মনে হয় এটা সুর নয়, বিশেষ কোন যন্ত্র বাজছে। ষ্টেকানো জানায় আমাদেরই সুর বটে এটা। অন্য কারা যেন অলক্ষ্যে থেকে গাইছে। এবার ষ্টেকানো আর্তনাদ করে উঠে বলে, মানুষ হলে আমাদের সামনে এসো। আর যদি অশরীরী কেউ হও, যা খুশী তাই করতে পার। ক্যালিবান বলে, ভয় পাবার কিছুমাত্র কারণ নেই। এই দ্বীপটা নানা শব্দে পরিপূর্ণ। আর এই বাতাসও সুমিষ্ট শব্দ আমাদের কোন ক্ষতি করে না, বরং আনন্দ দেয়। যন্ত্রসঙ্গীতের গুঞ্জনে আমরা জেগে উঠি। সুমিষ্ট সঙ্গীত আমাকে ঘুম পাড়িয়ে দেয়।
বদমায়েস Prospero কে খতম করার ভয়ে আপনারাও বিনা পয়সায় গান বাজনা শুনতে পাবেন। এবার তিনজনে পরিকল্পনা অনুযায়ী তৈরী হয়ে চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে এগিয়ে চলে। পথে যাতে কোন বাধা তাদের পরিকল্পনাকে বানচাল করে না দেয় তার জন্য সতর্ক থাকে । দীর্ঘ সময় পথ চলে প্রবীণ অমাত্য গজ্ঞালো ক্লান্ত হয়ে পড়েন । তিনি বলেন আমরা ভুল পথে ঘুরে মরছি । নইলে পথের শেষ হয় না কেন? রাজা অ্যালানসো ক্লান্ত ও নিরুৎসাহ হয়ে গঞ্জালোর কথা চিন্তা করে বিশ্রামের আদেশ দিয়ে বলেন যে, ধৈর্য সহকারে আমরা রাজপুত্রের অনুধাবন করছি। তাতে মনে হয় তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। বৃথাই ঘুরে মরছি। অ্যাণ্টেনিও, সেবাষ্টিয়ান এই কথা শুনে সবাই যখন বিশ্রামরত তখন সবার অগোচরে ফন্দী আঁটে, আজ রাতে ঘুমের সুযোগ নিয়ে আমরা কাজ হাসিল করবো।
The Tempest Bangla Summary
ঠিক তখনই কোলাহল মুখরিত অদৃশ্য বীণার ঝঙ্কারিত সুমিষ্ট সঙ্গীত লহরী ভেসে আসে। কিম্ভুত কিমাকার কয়েকজন খাবার আনে। চারিদিকে ঘিরে নাচ - গান করে অভিবাদনের দ্বারা রাজাকে আমন্ত্রণ জানায়। ভোজনের পর সবকিছু আবার মিলিয়ে গেল। সবাই বিস্ময়ে হতবাক। রাজা অ্যালানসো বলল, এই অনুষ্ঠান? কি উপলক্ষ্যে? গঞ্জালো বিস্ময় প্রকাশ করে বলেন কী সুন্দর গান। নেপলসে গিয়ে এই দৃশ্যের কথা বললে কেউ কি আর বিশ্বাস করবে? ঠিক দানবের মত দেখতে। কিন্তু তাদের আচরণ খুবই শিষ্ট। মানুষের চেয়ে এরা অনেক ভদ্র। মায়া মমতাও যথেষ্ট। এবার অদৃশ্য থেকে প্রস্পেরো বলল, হে সজ্জন, কি বলছি শুনুন। আপনার কথাই ঠিক। আপনাদের মধ্যেও ক’জন এমন শয়তান রয়েছে বলুন তো?
রাজা অ্যালানসো সবিস্ময়ে বললেন, চমৎকার। কোন ভাষা নেই, এক অভিনব মুক অভিনয়। অভাবনীয় ব্যাপার। Prospero আবার বলে, বিদায় নেবার পর সুখ্যাতি পাবে, বুঝছি। এ ব্যাপার দেখে গঞ্জালো বলেন, অবিশ্বাসের কিছুমাত্রও কারণ নেই রাজা। শৈশবে যেসব দৈত্য দানবের কথা শুনেছি, তার কিছু এমন সত্যও হতে পারে। এই সময় বজ্রধ্বনীর সঙ্গে বিজলীর আলোকছটাও দেখা যায়। পৌরাণিক দানবী হারপি - র মতই অবিকল অর্ধনারী ও অর্ধপক্ষীর বেশে অশরীরী এরিয়েলকে দেখা গেল। দানবী এবার বলল, তোমরা তিনজন পাপী, যাদের নিয়তি এই পাতালের জগতে তোমাদের পাঠিয়েছে , শাস্তি ভোগ করতে, যাতে সমুদ্রও তোমাদের গ্রহণ না করে তোমাদের তাই এই নির্জন দ্বীপে পাঠিয়ে দিয়েছে।
মানুষের মাঝে তোমরা বাঁচার অযোগ্য বলেই এ ব্যবস্থা। তোমাদের আমি উদ্ভ্রান্ত করে তুলবো যাতে তোমরা আত্মহত্যা করতে উদ্যোগী হও। অচিরেই তা ঘটবে। তোমরা এই যে তরবারি মুক্ত করছো কোন কাজই হবে না। কারণ, এগুলো চালনা করার মত শক্তি আমি কেড়ে নিয়েছি। তোমরা তিনজন মিলে মিলান শহর থেকে ডিউক প্রস্পেরো ও তাঁর একমাত্র কন্যা মিরান্দাকে বিতাড়িত করে সমুদ্রবক্ষে নিক্ষেপ করেছো। ঈশ্বর কৃপা করে তাদের নিয়ে এসেছেন দ্বীপে। আজ সব প্রাণীই তোমাদের তিনজনের উপর বিক্ষুব্ধ। নিষ্পাপ প্রস্পেরোর অভিশাপে তোমাদের জীবন অবশ্যই দুর্বিষহ হয়ে উঠবে। তাই অনুতাপানলে দগ্ধ হয়ে তোমরা বিশোধিত কর নিজেদের জীবন। এতে আমার কাজ হবে। বিকট বজ্রধ্বনীর মাধ্যমে এরিয়েলের অশরীরী আত্মা অদৃশ্য হয়ে গেল। প্রস্পেরো তার অশরীরী সহধর্মিনীকে বলে, আমার আদেশ অনুযায়ী এমন সুন্দর অভিনয়ের জন্য ধন্যবাদ।
তোমার জন্যই আমার শত্রুপক্ষকে আজ বন্দী করা সম্ভব হয়েছে। তাদের প্রতি আমার আর দয়া মায়া কিছুমাত্রও থাকতে পারে না। অ্যালানসো হতাশ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, বজ্রধ্বনীর মাধ্যমে শোনা যায় প্রস্পেরোর নাম। উচ্চারিত হলো আমার পাপের সব কথা। আজ আমি তাই পিচ্ছিল কর্দমে শয্যাশায়ী। শব্দ যেখানে কঠিন আঘাত হানে তারও গভীর থেকে আমি পুত্রকে খুঁজে বের করবো। প্রয়োজনে আমি তার পাশেই স্বেচ্ছায় মৃত্যুশয্যা গ্রহণ করবো। এই শুনে সেবাষ্টিয়ান বলে, যদি প্রতিবারে একজন করে দানব আসে তবে আমি অনায়াসে লিজিয়ন দানবের মোকাবিলা করতে পারি। অ্যাণ্টেনিও - ও ওর কথায় ইন্ধন দিয়ে এগিয়ে যায় সঙ্গীতরূপে। গঞ্জালো বিরস মনে ভাবে হতাশায় বেপরোয়া ঐ তিনজনকে তাদের মহাপাপ বিষের মত দংশন করতে শুরু করছে। তাদের নিরস্ত করাই এখন আমার একমাত্র কাজ হয়ে দাঁড়াল যুবরাজ Ferdinand প্রেমে পড়েছেন। Prospero তাকে পরীক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছেন। তিনি ভাবেন যুবরাজ সত্যিই Miranda কে ভালবাসে কিনা তা আমাকে জানতেই হবে। মেয়ের ভবিষ্যৎ — কম কথা নয়। তার প্রেমের পরীক্ষা করবার জন্য কতই না কষ্ট তাকে দিয়েছি।
এত অমানুষিক কষ্ট সহ্য করেও সে Miranda দ্বার প্রতি কোনদিন এতটুকু অবহেলা করেনি । তাই আজ একদিকে আমি যেমন তৃপ্ত তেমনি তাকে কঠোর শাস্তি দেওয়ার জন্য মর্মাহতও। Prospero এবার Ferdinand কে জানাল, আমার কন্যাকে তুমি গ্রহণ করো। আর যদি ইতিপূর্বেই তুমি আমার কন্যার কুমারীত্ব নষ্ট করে থাক, তবে শুভ পরিণয়ের আগেই এই প্রাক - উৎসব অনুষ্ঠানের জাঁকজমক নষ্ট হবে। তোমাদের মিলন শয্যায় নিয়ে আসবে অমঙ্গল৷ তাই বলছি কি সাবধান, পরিণয়ের মঙ্গলালোেক যেন তোমাদের উদ্ভাসিত করে তোলে । Ferdinand অসংকোচে বলে, জানবেন, আমার শান্তিময় ভবিষত্তকে। আমি অবশ্যই যোগ্য বংশধর আর দীর্ঘজীবন কামনা করি। এখন আপনার কন্যার সঙ্গে প্রেমের ঘনিষ্ঠতার অন্ধকার ঘরের কোণ। অনুকুল সুযোগ ও চরমতম লোভ অসৎ প্রবৃত্তি আমাকে টানবে না। পরিণয়ের দিনের সেই শুভক্ষণটিকে অবশ্যই অপবিত্র করবো না। কাম - গন্ধহীন আমার কামনা, জন্তু - জানোয়ারের মত আমার প্রবৃত্তি নয়। Prospero রাজকুমারের সততা আর স্পষ্ট উত্তরে যারপরনাই সন্তুষ্ট। তিনি বলেন, তুমি এখন থেকে মন খুলে Miranda সঙ্গে কথা বলতে পার। এবার তিনি গুহার কাছে গিয়ে এরিয়েলকে স্মরণ করেন। এরিয়েল এলে বলেন, শেষবারের মত তোমাকে অনুরোধ করছি, রাজা অ্যালানসোকে দলবলসহ এখানে নিয়ে এসো। এরিয়েল আদেশ পালন করতে রাজী হয়ে বলেন , অতি অবশ্যই, আমি তোমাকে বিলক্ষণ মন - প্রাণ দিয়ে ভালবাসি। তোমাকে স্মরণ না করা পর্যন্ত কিন্তু এখানে এসো না। Prospero গুহাদ্বারে ফিরে এসে ফার্দিনান্দকে বলেন, ভুলে যেয়ো না কঠিন প্রতিশ্রুতিও কামনার আগুনে ভস্ম হয়ে যায় । সংযমের বাঁধ যদি কোনদিন ভাঙে তবে তোমার প্রতিজ্ঞা ব্যর্থ হবে। আমার প্রতিশ্রুতি অবিচল। আমি কর্তব্যে অটল থাকব, কথা দিচ্ছি।
এবার Prospero ইন্দ্রজালের প্রতিক্রিয়া প্রতিফলিত হয়। অশরীরী পুরুষ আইরিশ আর নারী সীরিসকে দেখামাত্র আইরিশ সীরিসকে লক্ষ্য করে বলে ওগো সুন্দরী, তোমার উর্বর ভূমি কতই না শস্যাদিতে পরিপূর্ণ। তোমার সবুজ ভূমিতে মেষ চরানো হয়। তারা সবুজ ঘাস খায় আনন্দে। তোমারই আদেশে এপ্রিল মাসে অনুপম পুষ্পে গুল্মে সুশোভিত হয়ে প্রকৃতিকে মনোলোভা করে তোলে। কী অপূর্ব রূপে সেজে ওঠে । আর পরীরা যেসব সুন্দর ফুলে তৈরী মুকুট মাথায় পরে নিজেদের সাজিয়ে তোলে। তারপর বলল, প্রেমিকা প্রত্যাখ্যাত রমণীগণ কুঞ্জবনে তোমার আশ্রয় কামনা করে। পরিতৃপ্ত গুচ্ছ গুচ্ছ দ্রাক্ষাফল শোভা বিস্তার করে। তোমার সমুদ্র সৈকত অতি উর্বর ও বন্ধুর। তুমি সুরভিত নিঃশ্বাস গ্রহণ কর। স্বর্গের রাণী, তুমি যার রামধনু ও বার্তাবাহিকা আমি তোমাকে বলছি, সেসব ছেড়ে দিয়ে সেই মহিষীর সাথে এই তৃণভূমিতে উপস্থিত হও।
এইখানে এসে আনন্দের মাঝে নাচে - গানে মেতে ওঠো। তোমার সম্ভাষণ বিধানের জন্যে ময়ূরগণ শিখিপুচ্ছ সঞ্চারণ করবে। আনন্দে নাচবে। আনন্দ দেবে তোমাকে। সীরিস এবার আইরিশকে বলল, ওগো সুসজ্জিতা সংবাদবাহিকা, তুমি কখনও ইন্দ্ৰ বাঞ্ছিতার আদেশ অমান্য কর নি। তোমার জাফরানী পাখনা দিয়ে মধুর মতো একসময় মিষ্টি স্নিগ্ধ জলের ছিটে ছড়িয়ে দিতে আমার ফুলের গায়ে। তোমার সাতরঙা রামধনুর আশা আকাঙ্খায় আমার বনের সৌন্দর্য বাড়িয়ে দাও। তুমিই আমার পৃথিবীর অলঙ্কারস্বরূপ। বল রাণী কে এই ছোট্ট সবুজ আমাকে ডেকে পাঠিয়েছেন। বল, কে স্মরণ করেছেন আমাকে। আইরিশ বলে, প্রকৃত প্রেমের উদ্বাহু বন্ধন আমাদের সংঘটিত করতে হবে। আর নবদম্পতির মঙ্গল কামনায় কিছু পুরস্কার দান করতে হবে আমাদের। সীরিস বিষণ্ণ মুখে তাকিয়ে বলে, তুমি কি জান ভেনাস - এর অথবা তার ছেলে রাণীর পরিচর্যা করছে?
তাদের ষড়যন্ত্রে বিষাদাচ্ছন্ন প্লুটোকে দিয়ে আমার আদূরে মেয়েকে নিয়ে পালিয়ে গেলে তার কানা ছেলে আর কদর্যতাপূর্ণ সান্নিধ্য আমি ছেড়ে চলে এসেছি। আইরিশ অভয় দান করে বলে, মিছে এসব চিন্তা করে ভয় পাবার কিছুই নেই। আমি নিজের চোখে তাকে মেঘের ভিতর দিয়ে পাফোসের দিকে যেতে দেখেছি। সে বলে তার ছেলেটিও আছে দেখলাম। তাদের মতলব ভালো নয়। আমার মনে হচ্ছে, তাদের কপট সম্মোহনী শক্তি দিয়ে এই দুই প্রেমিক - প্রেমিকাকে শুভ পরিণয়ের আগেই ব্যভিচারে লিপ্ত করে তাদের দেয়া প্রতিশ্রুতি ভেঙ্গে দেবে। তা মোটেই হবার নয়। কেন না প্রেয়সী আর তার ছেলে ফিরে গিয়ে তার তীর ভেঙ্গে দিয়েছে। প্রতীজ্ঞা করেছে, জীবনে আর সে কোনদিন তীর ছুঁড়বে না। ভবিষ্যতে সে নাকি শান্তশিষ্ট বালকের মত শুধু চড়াই পাখি নিয়ে খেলায় মেতে থাকবে। এবার সীরিস আকাশের দিকে তাকিয়ে বলল দেখো, রাণীদের মধ্যে যাঁকে শ্রেষ্ঠ জ্ঞান করা হয় সেই জুনা নেমে আসছেন কারণ আমি তার চলনভঙ্গিমা দেখেই চিনে নিতে ভুল হয় না।
Answer ELN Privacy To be published, comments must be reviewed by the administrator
comment url