সমাসের উদাহরণ
কর্মধারায় সমাস সাধারণত চার প্রকার
১. মধ্যপদলোপী কর্মধারয়
২. উপমান কর্মধারয়
৩. উপমিত কর্মধারয়
৪. রূপক কর্মধারয়
২. উপমান কর্মধারয়
৩. উপমিত কর্মধারয়
৪. রূপক কর্মধারয়
১. মধ্যপদলোপী কর্মধারয়: সাধারণত মধ্য পদটি বিলুপ্তি ঘটে। সিংহাসন কথাটি বলি, সিংহ চিহ্নিত আসন
২. উপমান কর্মধারয় শর্টকাট মনে রাখতে হলে বাস্তবতার মিল থাকতে হবে। অর্থাৎ যার সাথে তুলনা করতে হবে এটি বাস্তব অর্থে থাকতে হবে। যদি বলি তুষারশুভ্র, এখানে তুষার সাদা এবং শুভ্র ও সাদা।
৩. উপমিত কর্মধারয়: যার সাথে তুলনা করা হয় বাস্তবতার মিল থাকেনা। যেমন আমি বললাম, মুখ চন্দ্র ব্যাসবাক্য করলে হয় মুখ চন্দ্রের ন্যায়, খেয়াল করেন মুখ কখনো চন্দ্রের মত হতে পারে না এটা জাস্ট উপমা মাত্র। বাস্তবতার মিল নেই তাই এটি উপমিত হয়েছে।
৪ রূপক কর্মধারয়: ব্যাসবাক্য করলে সাধারণত রূপ শব্দটি দেখা যায়। যেমন আমি যদি বলি মন মাঝি, ব্যাসবাক্য হলো মন রূপ মাঝি । উপরে যে উদাহরণ গুলো দেওয়া হয়েছে , সেগুলো খুজে বেরকরুন কোনটি কোন সমাস।
১. নরাধম
২. মহর্ষি
৩. নীলাম্বর
৪. তুষারশুভ্র
৫. চাঁদমুখ
৬. মহাকীর্তি
৭. মন মাঝি
৮. হারামণি
৯. কর পল্লব
১০. ঈগল পাখি
১১. মৌমাছি
১২. লঙ্কা বাটা
১৩. ফুলকুমারী
১৪. নব পৃথিবী
১৫. ক্ষুধিত পাষাণ
১৬. কাঁচামিঠা
১৭. শশ ব্যস্ত
১৮. নীলাম্বর
১৯. ইন্দ্রজিৎ
২০. চাল কুমড়া
২১. যৌবন সূর্য
২২. মন মাঝি
২৩. সিংহাসন
২৪. শ্বেতবস্ত্র (শ্বেতবস্ত্র এর ব্যাসবাক্য: শ্বেত যে বস্ত্র)
২৫. পলান্ন
২৬. যুবজানি
২৭. ফুলকুমারী
২৮. বিষাদ সিন্ধু
২৯. গোবর গণেশ
৩০. হারামণি
৩১. গোলাপ ফুল
৩২. কুসুম কোমল
৩৩. চাঁদমুখ
৩৪. রক্ত পতাকা
৩৫. রক্তনাল
৩৬. গাড়ি বারান্দা
৩৭. বৌভাত
বহুব্রীহি সমাস আট প্রকার
১. সমানাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ
1. হত সর্বস্ব
2. পীতাম্বর
3. নীলকন্ঠ
4. জবরদস্তি
5. উচ্চশির
6. বদবখত
7. সুশীল
8. সুশ্রী
9. উচ্চশির
10. খোশমেজাজ
11. কমবখত
২. ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ
1. কানকাটা
2. বোটা খোসা
3. ছাপোষা
4. পাতাকাটা
5. পাতা চাটা
6. পাতা ছড়ে
7. ধামাধরা
৩. ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ
1. কোলাকুলি
2. চুলাচুলি
3. কানাকানি
4. গালাগালি
5. দেখাদেখি
6. হাসাহাসি
7. কাড়াকাড়ি
8. মারামারি
9. ঘুসাঘুসি
10. বাড়াবাড়ি
11. লাঠালাঠি
12. গুতাগুতি
13. পাতাপাতি
14. ওড়াওড়ি
15. চালাচালি
16. মাতামাতি
৩. নঞ্ বহুব্রীহি সমাসের উদাহরণ
1. নির্ভুল
2. অবুঝ
3. অকেজো
4. বেতার
5. অনন্ত
6. বেহুশ
7. পরোয়া
8. না হোক
9. না জানা
10. অজানা
11. নাসার
12. নাচার
৫. মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ
1. গায়ে হলুদ
2. মেনিমুখো
3. হাতে খড়ি
4. হাতে ঘড়ি
5. বিড়াল চোখী
৬. প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের উদাহরণ
1. ঘরমুখো
2. অকেজো
3. একগুঁয়ে
4. দোলনা
5. দোমনা
6. ঊনপাঁজুরে
7. দোতলা
8. এক ঘরে
9. দোটানা
৭. অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ
1. হাতে ছড়ি
2. কানে কলম
3. হাতে বেড়ি
4. মাথায় ছাতা
5. গায়ে পড়া
6. মুখে ভাত
7. কানে খাটো
8. মাথায় পাগড়ী
9. গলায় গামছা
৮. সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণ
1. চারহাতি
2. তেপায়া
3. দশগজি
4. চৌচালা
5. সেতার
২. উপমান কর্মধারয় শর্টকাট মনে রাখতে হলে বাস্তবতার মিল থাকতে হবে। অর্থাৎ যার সাথে তুলনা করতে হবে এটি বাস্তব অর্থে থাকতে হবে। যদি বলি তুষারশুভ্র, এখানে তুষার সাদা এবং শুভ্র ও সাদা।
৩. উপমিত কর্মধারয়: যার সাথে তুলনা করা হয় বাস্তবতার মিল থাকেনা। যেমন আমি বললাম, মুখ চন্দ্র ব্যাসবাক্য করলে হয় মুখ চন্দ্রের ন্যায়, খেয়াল করেন মুখ কখনো চন্দ্রের মত হতে পারে না এটা জাস্ট উপমা মাত্র। বাস্তবতার মিল নেই তাই এটি উপমিত হয়েছে।
৪ রূপক কর্মধারয়: ব্যাসবাক্য করলে সাধারণত রূপ শব্দটি দেখা যায়। যেমন আমি যদি বলি মন মাঝি, ব্যাসবাক্য হলো মন রূপ মাঝি । উপরে যে উদাহরণ গুলো দেওয়া হয়েছে , সেগুলো খুজে বেরকরুন কোনটি কোন সমাস।
কর্মধারয় সমাসের উদাহরণ
২. মহর্ষি
৩. নীলাম্বর
৪. তুষারশুভ্র
৫. চাঁদমুখ
৬. মহাকীর্তি
৭. মন মাঝি
৮. হারামণি
৯. কর পল্লব
১০. ঈগল পাখি
১১. মৌমাছি
১২. লঙ্কা বাটা
১৩. ফুলকুমারী
১৪. নব পৃথিবী
১৫. ক্ষুধিত পাষাণ
১৬. কাঁচামিঠা
১৭. শশ ব্যস্ত
১৮. নীলাম্বর
১৯. ইন্দ্রজিৎ
২০. চাল কুমড়া
২১. যৌবন সূর্য
২২. মন মাঝি
২৩. সিংহাসন
২৪. শ্বেতবস্ত্র (শ্বেতবস্ত্র এর ব্যাসবাক্য: শ্বেত যে বস্ত্র)
২৫. পলান্ন
২৬. যুবজানি
২৭. ফুলকুমারী
২৮. বিষাদ সিন্ধু
২৯. গোবর গণেশ
৩০. হারামণি
৩১. গোলাপ ফুল
৩২. কুসুম কোমল
৩৩. চাঁদমুখ
৩৪. রক্ত পতাকা
৩৫. রক্তনাল
৩৬. গাড়ি বারান্দা
৩৭. বৌভাত
বহুব্রীহি সমাসের উদাহরণ
বহুব্রীহি সমাস আট প্রকার
১. সমানাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ
1. হত সর্বস্ব
2. পীতাম্বর
3. নীলকন্ঠ
4. জবরদস্তি
5. উচ্চশির
6. বদবখত
7. সুশীল
8. সুশ্রী
9. উচ্চশির
10. খোশমেজাজ
11. কমবখত
২. ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ
1. কানকাটা
2. বোটা খোসা
3. ছাপোষা
4. পাতাকাটা
5. পাতা চাটা
6. পাতা ছড়ে
7. ধামাধরা
৩. ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ
1. কোলাকুলি
2. চুলাচুলি
3. কানাকানি
4. গালাগালি
5. দেখাদেখি
6. হাসাহাসি
7. কাড়াকাড়ি
8. মারামারি
9. ঘুসাঘুসি
10. বাড়াবাড়ি
11. লাঠালাঠি
12. গুতাগুতি
13. পাতাপাতি
14. ওড়াওড়ি
15. চালাচালি
16. মাতামাতি
৩. নঞ্ বহুব্রীহি সমাসের উদাহরণ
1. নির্ভুল
2. অবুঝ
3. অকেজো
4. বেতার
5. অনন্ত
6. বেহুশ
7. পরোয়া
8. না হোক
9. না জানা
10. অজানা
11. নাসার
12. নাচার
৫. মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ
1. গায়ে হলুদ
2. মেনিমুখো
3. হাতে খড়ি
4. হাতে ঘড়ি
5. বিড়াল চোখী
৬. প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের উদাহরণ
1. ঘরমুখো
2. অকেজো
3. একগুঁয়ে
4. দোলনা
5. দোমনা
6. ঊনপাঁজুরে
7. দোতলা
8. এক ঘরে
9. দোটানা
৭. অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ
1. হাতে ছড়ি
2. কানে কলম
3. হাতে বেড়ি
4. মাথায় ছাতা
5. গায়ে পড়া
6. মুখে ভাত
7. কানে খাটো
8. মাথায় পাগড়ী
9. গলায় গামছা
৮. সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণ
1. চারহাতি
2. তেপায়া
3. দশগজি
4. চৌচালা
5. সেতার
Answer ELN Privacy To be published, comments must be reviewed by the administrator
comment url